শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চসিকে রদবদলে বিশৃঙ্খলার শঙ্কা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) একযোগে চলছে রদবদল। গত দুই সপ্তাহে সাতটি বিভাগের প্রায় দুইশ কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এ নিয়ে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলছে বদলি আতঙ্ক। তবে এ বদলিতে চসিকের অভ্যন্তরীণ বিভিন্ন বিভাগের দাপ্তরিক কাজে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা আছে বলে মনে করছেন দায়িত্বপ্রাপ্তরা। কারণ বিভাগীয় বদলি না হয়ে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা হয়েছে। ফলে অনভিজ্ঞ ও পূর্ব অভিজ্ঞতাহীন লোককে গুরুত্বপূর্ণ পদে বসানোর কারণে কাজের গতি কমা, যথাসময়ে শেষ না হওয়াসহ নানা সমস্যা দেখা দেওয়ার শঙ্কা আছে বলে জানা যায়। চসিকের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেন গত ৬ আগস্ট। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন বিভাগে রদবদল। দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহে চারটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দফায় দফায় দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।     চসিক সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট পৃথক দুই অফিস আদেশে রাজস্ব বিভাগের ২৪ জন ও ভূ-সম্পত্তি বিভাগের ১৫ জন, ১৭ আগস্ট ৪১ নম্বর ওয়ার্ডের সবিচসহ বিভিন্ন পদের ৪৮ জন, ১৯ আগস্ট  ৪১টি  ওয়ার্ডের পরিচ্ছন্নতা বিভাগের ৭১ জন সুপারভাইজার ও পরিচ্ছন্ন পদের ১০ জন  এবং রাজস্ব বিভাগের আরও পাঁচজনকে একযোগে বদলি করা হয়। এক বিভাগের কর্মী অন্য বিভাগে বদলি হওয়ায় দাফতরিক কাজে বিশৃঙ্খলার শঙ্কা আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেন, এখন জন্ম-মৃত্যু, ওয়ারিশান ও নাগরিক সনদ দিচ্ছেন চসিকের তিন কর্মকর্তা। সনদ প্রদানের আগে যাবতীয় প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাইয়ের কাজ করবেন ওয়ার্ড সচিব। কিন্তু এখন বদলিকৃত নতুন ওয়ার্ড সচিব স্থানীয় মানুষদের চেনার সম্ভাবনা কম। ফলে নানা জটিলতার সম্ভাবনা আছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, চসিকের কিছু গুরুত্বপূর্ণ বিভাগে রদবদল করা হচ্ছে। এক বিভাগে দীর্ঘদিন কাজ করার পর নিয়ম মতে এ বদলি করা হচ্ছে। এটি একটি রুটিন ওয়ার্ক। এর মাধ্যমে কাজে নতুন করে গতি আসবে।    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর