রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অপরাধীদের দায়মুক্তি দিলে তারা উৎসাহিত হবে

---- মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যখন কোনো অপরাধীর বিচার করবেন না, দায়মুক্তি দেবেন, তারা ভেবে নেবে অপরাধ করলে কিছু হয় না, করে যাই। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইনের প্রশ্নে বিচারবহির্ভূত হত্যাকা  কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

মন্ত্রী বলেন, বিচার বিভাগকে শক্তিশালী করতে হলে প্রয়োজন শক্তিশালী বার (আইনজীবী সমিতি)। তবে বারে রাজনীতির প্রভাব কিছু কিছু সময় এত বেশি হয়ে যায়, তখন মনে হয় এটি কোনো রাজনৈতিক কার্যালয়। রাজনীতিকে রাজনীতির পরিসরেই রাখা উচিত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর