সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ধামরাইয়ে বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

নিজস্ব প্রতিবেদক

ধামরাইয়ে বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

বন্যাদুর্গত এলাকায় ধামরাইয়ের বাইশাকান্দা ও রোয়াইল ইউনিয়নে গতকাল শুকনা খাবার ও চিকিৎসা সামগ্রী প্রদান করে বাংলাদেশ নৌবাহিনী -আইএসপিআর

দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবিলায় ধামরাইয়ের আরও দুটি ইউনিয়ন বাইশাকান্দা ও রোয়াইলের বন্যাদুর্গত এলাকায় খাদ্য সহায়তা ও চিকিৎসা সামগ্রী দিয়েছে নৌবাহিনী। আইএসপিআর জানায়, গতকাল স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে এ সব শুকনা খাবার ও চিকিৎসা সামগ্রী দেওয়া হয়। এর আগে ধামরাই উপজেলার কুল্লা ও সোমভাগ ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে অনুরূপ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। এ সময় ধামরাই উপজেলার বাইশাকান্দা ও রোয়াইল ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর