সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চা রপ্তানি বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চা রপ্তানি বাড়ানোর তাগিদ দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি গতকাল ঢাকায় তাঁর সরকারি বাসভবনের অফিস কক্ষে বাংলাদেশের চা শিল্পের উন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এই তাগিদ দেন। মন্ত্রী বলেন, চায়ের অভ্যন্তরীণ চাহিদা বাড়লেও প্রত্যাশিত রপ্তানি বাড়ছে না। উৎপাদন বাড়িয়ে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক দেশে বাংলাদেশে উৎপাদিত চায়ের প্রচুর চাহিদা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।  বাণিজ্যমন্ত্রী বলেন, চা শিল্পের উন্নয়নে সরকার ‘উন্নয়নের পথনকশা’ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন চলছে। আগামী ২০২৫ সালে দেশে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলেও তিনি জানান।

 চা-এর নতুন জাত উদ্ভাবনে গবেষণার তাড়িদ দিয়ে তিনি চা বাগানের সংখ্যা বাড়ানোর বিষয়ে এগিয়ে আসতে বাগান মালিকদের প্রতি আহ্বান জানান। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি. পিএসসি., বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর