সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আজ ইয়াসমিন ট্র্যাজেডির ২৫তম বার্ষিকী

দিনাজপুর প্রতিনিধি

সারা দেশে আলোড়িত দিনাজপুরের সেই ইয়াসমিন ট্র্যাজেডির ২৫তম বার্ষিকী আজ। এ দিনে দেশব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে। ইয়াসমিনকে পুলিশ কর্তৃক ধর্ষণ ও হত্যার বিচার হয়েছে। কার্যকর হয়েছে তিন পুলিশের ফাঁসি। এরপরও এই ঘটনা মানুষের মনে এখনো নাড়া দেয়। প্রতিবাদী নারীর প্রতীক হিসেবে ইয়াসমিন ট্র্যাজেডিকে তুলে ধরেন। এ উপলক্ষে এবারও দিনাজপুরে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এরমধ্যে শহরের প্রতিটি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ এবং শোক র‌্যালি বের করা হবে।

এ ছাড়া সম্মিলিত নারী সমাজ, মহিলা পরিষদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আলাদা কর্মসূচি নিয়েছে।

২৭ আগস্ট পূর্বসাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর