বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

২০ বছর পর ফাঁসির আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক

স্ত্রী ও নিজ মেয়েকে হত্যার অভিযোগে বিচারিক আদালতে মৃত্যুদন্ড পাওয়া খুলনার নারিকেলি চানপুরের বাসিন্দা জাহিদ শেখকে ২০ বছর পর খালাসের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ গতকাল এ আদেশ দেয়। আদেশে বলা হয়েছে, জাহিদ শেখের বিরুদ্ধে স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি। মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৯৯৭ সালে বাগেরহাটে নিজ বাড়িতে জাহিদ শেখের স্ত্রী রহিমা ও মেয়ে রেশমা খাতুন খুন হন। পরে রহিমার বাবা ময়েন উদ্দিন শেখ বাগেরহাটের ফকিরহাট থানায় বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আসামি হিসেবে জাহিদ শেখকে গ্রেফতার করা হয়। পরে বিচারিক আদালতের বিচার প্রক্রিয়া শেষে ২০০০ সালে তাকে ফাঁসির দন্ডাদেশ দেওয়া হয়। এরপর একই বছর ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য তা হাই কোর্টে আসে। ২০০৪ সালে হাই কোর্টও তার মৃত্যুদন্ড বহাল রাখে। এদিকে ২০০৭ সালে মামলাটি আপিল বিভাগে আসে।

সর্বশেষ খবর