বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

১৪ দাবিতে শিক্ষকদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি উপজেলায় একটি সরকারি কলেজ ঘোষণা হলেও ওইসব কলেজের শিক্ষক-কর্মচারীরা দুই বছরেও আত্তীকৃত হননি। ফলে সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে অনেকেই অবসরে বা মারা যাচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের অ্যাডহক নিয়োগ কার্যকরসহ ১৪ দাবিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবে সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) ব্যানারে আয়োজিত গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সভাপতি জাকারিয়া মাহমুদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সকশিস সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিপু কুমার গোপসহ অন্যরা। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ৩০২টি বেসরকারি কলেজ ২০১৬ সালের মে মাসে সরকারি হলেও এখনো শিক্ষক-কর্মচারীরা আত্তীকরণ হননি।

ফলে ৪ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী সরকারি সুযোগ-সুবিধা না পেয়েই অবসরে চলে গেছেন। চার দফায় যাচাই-বাছাইয়ের পরও শিক্ষা মন্ত্রণালয় বিতর্কিত কর্মকর্তাদের দিয়ে ফের যাচাই-বাচাই কমিটি করা হয়েছে। আত্তীকরণ প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নেওয়া না হলে ৪ অক্টোবর সারা দেশের জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে শিক্ষকরা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর