শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নাটোরের পদ্মবিল

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

নাটোরের পদ্মবিল

জলজ ফুলের রানী পদ্ম প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চিনিডাঙ্গার পদ্মবিলে। মেলে ধরেছে আপন সৌন্দর্য। এতদিন অনেকটাই লোকচক্ষুর অন্তরালে ছিল বিলটি। বিলের চারদিকে শুধু পদ্ম আর পদ্ম। বিস্তীর্ণ এলাকাজুড়ে এ পদ্ম দেখলে মন-প্রাণ জুড়িয়ে যায়। বিলের পাশে জেলেপল্লীর মানুষ প্রবল উৎসাহে ডিঙ্গি নৌকা দিয়ে ঘোরাবে বিলে ঘুরতে যাওয়া মানুষদের। এখানকার মানুষ প্রবল অতিথিপরায়ণ। সারা বেলা ঘুরে নৌকার ভাড়া দিতে গেলে মুখ ফুটে কোনো দাবি করবে না। ১০০ থেকে ২০০ টাকা দিলে তো মহাখুশি। এখানকার মানুষ সবাই মৎস্যজীবী।  ফুলের দিকে বাড়তি নজর নেই কারও। ফলে পদ্ম ফুটে থাকে স্বগৌরবে।

স্থানীয় বাসিন্দা রাশেদা খাতুন জানান, শুধু ফুলের কারণেই চিনিডাঙ্গা বিলটি পরিচিত হয়েছে উঠছে। ধীরে ধীরে পরিচিত হওয়ায় ইতিমধ্যে পদ্মের সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে বিলে আসতে শুরু করেছে দর্শণার্থী।

বিল ভ্রমণে আসা ফারজানা কেয়া বলেন, অনেক সুন্দর একটি জায়গা। অনেক পদ্মফুল। নাটোর শহর থেকে একটু দূরে এত সুন্দর একটা জায়গা আছে, না এলে বুঝতে পারতাম না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর