শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন ট্যাগ বসিয়ে প্রতারণা

৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসপিএস কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের ৫ কর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন ট্যাগ বসিয়ে প্রতারণা করার অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, পণ্যের মেয়াদ শেষ হয়েছিল ২৪ মাস আগে। মেয়াদোত্তীর্ণ এসব পণ্য দোকান থেকে ফেরত এনে গুদামজাত করেছিলেন আমদানিকারক। এরপর বিশেষ ধরনের কেমিক্যাল লাগিয়ে মুছে ফেলা হয়েছিল পুরনো উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। ভেজাল এসব পণ্য ধ্বংস না করে বিশেষ ধরনের মেশিনে নতুন তারিখ বসিয়ে দেওয়া হচ্ছিল। এভাবে বিদেশ থেকে আমদানি করা কসমেটিকস সামগ্রী বিক্রি করে আসছিলেন আমদানিকারক। এমন অভিযোগেই ওই প্রতিষ্ঠানের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর ভাটারার সাঈদনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটি বৈধভাবে আমদানি করা ‘উইপরো, হানক্যাল’-এর মতো প্রতিষ্ঠিত বিদেশি কোম্পানির কসমেটিকস সামগ্রী মেয়াদ শেষ হলে পুনরায় তারিখ পরিবর্তন করে আবার বাজারে ছাড়ত। এ কাজের জন্য আলাদা বিদেশ থেকে অত্যাধুনিক মেশিনও আমদানি করেছে তারা। টেম্পারিং করে এমনভাবে জালিয়াতি করা হচ্ছিল যে, কোনোভাবে সাধারণ ভোক্তার এটি বোঝার সুযোগ ছিল না। অভিযানের সময় গোডাউন থেকে তারিখ পরিবর্তনের সময় ইয়ার্ডলির লোশন, সাবান, পাউডার, বডি স্প্রেসহ প্রায় ১০ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্য গুলশান বনানীসহ দেশের অভিজাত এলাকায় সরবরাহ করা হতো। গ্রেফতার ব্যক্তিরা হলেন- শঙ্কর মন্ডল, বিরেশ্বর মন্ডল, হারুন অর রশিদ, সবুজ আহমেদ ও মনিরুজ্জামান। তাদের বিরুদ্ধে ভাটারা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে সিআইডি।

 গ্রেফতার হওয়াদের মধ্যে প্রতিষ্ঠানটির দুজন মালিক ও তিনজন কর্মচারী রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর