শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দুর্গাপূজা উদযাপনে ২৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রতিমা নিয়ে শোভাযাত্রা পরিহার, স্বাস্থ্যবিধিমানাসহ দুর্গাপূজা উদযাপনে ২৬ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। গতকাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এ নির্দেশনা দিয়েছেন। নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ‘পূজা সংক্রান্ত বিষয়ে এসব নির্দেশনা সারা দেশের পূজা উদযাপন পরিষদ, মন্দির ও পূজা কমিটির কাছে পাঠানো হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে মন্ডপকেন্দ্রিক ‘শৃঙ্খলা রক্ষা কমিটি’ গঠন, গুজবে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং প্রতিমা নিয়ে শোভাযাত্রা পরিহার করার নির্দেশনা রয়েছে ২৬ দফার মধ্যে।’ মহামারী করোনাভাইরাসের কারণে এবারের শারদীয় উৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ। মহালয়া থেকে শুরু করে পুরো দুর্গোৎসবে চিরপরিচিত আমেজ থাকছে না।

পঞ্জিকা অনুযায়ী ২২ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন। পরদিন সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল অনুষ্ঠান। ২৬ অক্টোবর মহাদশমীতে বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এবারের পূজা উদযাপন পরিষদের ২৬ দফার যে নির্দেশনা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, মহালয়ার আয়োজন স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করতে হবে, প্রতিটি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, ভক্ত-পূজারি ও দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা, বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, দর্শনার্থীদের মধ্যে ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা, সব ধরনের আলোকসজ্জা, সাজসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিহার করা, সম্ভব হলে বাসাবাড়ি থেকে ডিজিটাল পদ্ধতিতে ভক্তদের অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর