মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বাভাবিক হচ্ছে না স্বাস্থ্যসেবা

রংপুরে চেম্বারে বসছেন না বিশেষজ্ঞরা চিকিৎসা পাচ্ছেন না রোগীরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

স্বাভাবিক হচ্ছে না স্বাস্থ্যসেবা

করোনা পরিস্থিতিতে রংপুরে যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালতসহ সব কিছু প্রায় স্বাভাবিক হলেও চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে না। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এখনো চেম্বারে বসছেন না। রোগীর পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র ডাক্তারের চেম্বারের পিয়ন বা বয় পর্যায়ের কেউ দেখে ভার্চুয়াল পদ্ধতিতে তা চিকিৎসককে জানান। চিকিৎসক সে অনুযায়ী ব্যবস্থাপত্র দিচ্ছেন। এতে হিতে বিপরিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে রমেক হাসপাতালেও জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত ৮ মার্চ দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর রংপুরের চিকিৎসকরা চেম্বারে আসা বন্ধ করে দেন। পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠান, আদালত ও যানবাহন চলাচল শুরু হলে জীবনযাত্রায় কিছুটা স্বাভাবিক গতি ফিরে আসে। দূরপাল্লা ও অঞ্চলিক বাস চলাচল শুরু করলে বিভিন্ন প্রয়োজনে অন্য জেলা থেকেও মানুষজন আসছে রংপুর শহরে। সব কিছু ঘুরে দাঁড়াবার চেষ্টা করলেও চিকিৎসা সেবা করোনা প্রাদুর্ভাবের প্রথমে যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় রয়ে গেছে। ডায়াগনস্টিক সেন্টারগুলো রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলেও কাক্সিক্ষত চিকিৎসক পাচ্ছেন না রোগীরা। লালমনিরহাট থেকে আসা রোগী মোহাম্মদ আলী বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে এসেছিলেন। কিন্তু তিনি যে চিকিৎসকের কাছে এসেছিলেন সেই চিকিৎসকের চেম্বার বন্ধ থাকায় অন্য এক চিকিৎসকের কাছে ভার্চুয়াল পদ্ধতিতে চিকিৎসা নেন। কিন্তু ওই চিকিৎসকের ব্যবস্থাপত্রে তিনি সন্তুষ্ট হতে পারেননি। জেলা সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বলেন, সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা চেম্বারে না বসাটা দুঃখজনক। এ নিয়ে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর