মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
জানতে চায় হাই কোর্ট

লাইসেন্সসহ হাসপাতালের সংখ্যা কত?

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে কতটির লাইসেন্স আছে এবং কতগুলোর লাইসেন্স প্রক্রিয়াধীন- তার সংখ্যা জানতে চেয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে। আগামী বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বিষয়টি আদালতকে জানাতে বলা হয়েছে। ওই দিন এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ঠিক করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।

দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশের নির্দেশনা চেয়ে গত ২৬ জুলাই রিট দায়ের করা হয়। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে রিটে বিবাদী করা হয়। এর আগে ১৯ জুলাই এ বিষয়ে একটি আইনি নোটিস পাঠানো হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর