মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডে উৎপাদন হবে গাড়ি

সহায়তা দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদন করা হবে, যেখানে কারিগরি সহায়তা দেবে জাপান। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যে ‘অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি ২০২০’ চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শিল্প মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে এক বৈঠকের পর শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, জাপানের মিটশুবিশি করপোরেশনের কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ মোটরগাড়ি উৎপাদন করবে। এ জন্য প্রস্তাবিত নীতিমালায় অটোমোবাইল শিল্পখাতে জাপানের কারিগরি সহায়তা প্রদানের সুযোগ রাখা হবে। নাওকি ইতো বলেন, তাদের দেশের মিটশুবিসি করপোরেশনসহ অন্যান্য অটোমোবাইল শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তিনি বাংলাদেশে মোটরসাইকেল শিল্পের বিকাশে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি যৌক্তিক পরিমাণে নির্ধারণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। করোনা মহামারী মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত দূরদর্শী পদক্ষেপের ফলে বাংলাদেশে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে এমন মন্তব্য করে জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে দ্বিপক্ষীয় সংলাপ জোরদার করতে হবে।

এর মাধ্যমে বিনিয়োগের জন্য উদীয়মান খাতগুলো চিহ্নিত করতে যৌথভাবে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থাপিত জাপান ইকোনমিক জোন গুণগতমানের দিক থেকে এশিয়ায় সর্বশীর্ষে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিনিয়োগ বাড়াতে কর প্রণোদনা, পর্যাপ্ত ভূমি বরাদ্দসহ অন্যান্য সুযোগ বাড়াতে হবে। অটোমোবাইল শিল্পসহ অন্যান্য শিল্প খাতের জন্য শিল্প মন্ত্রণালয়ের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপুর্ণ অবদান রাখবে বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর