মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ছাত্রদলের তিন কমিটি নিয়ে তোড়জোড়

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ছাত্রদলের তিন কমিটি নিয়ে তোড়জোড়

চট্টগ্রাম ছাত্রদলের তিন গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। আগামী কয়েক দিনের মধ্যে দুই গুরুত্বপূর্ণ ইউনিট চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা দিতে যাচ্ছে। একই সঙ্গে শিগগির পূর্ণাঙ্গ হতে যাচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটি। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘দীর্ঘদিন পর চট্টগ্রাম ছাত্রদলের তিন ইউনিটের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ও মহানগরে নতুন কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কমিটি করা হবে উত্তর জেলা ছাত্রদলের। দলের জন্য ত্যাগ ও কারাভোগ করেছেন এমন নেতাদের কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।’ জানা যায়, দীর্ঘদিন পর চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এরই মধ্যে গুরুত্বপূর্ণ এ দুই ইউনিটের সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে কেন্দ্রের সাংগঠনিক কমিটি।

কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে দুই ইউনিটের বর্তমানের কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন পদপ্রত্যাশী নেতাদের।  আগামী কয়েকদিনের মধ্যেই ছাত্রদলের গুরুত্বপূর্ণ এ দুই ইউনিটের কমিটি ঘোষণা করবে কেন্দ্র। কমিটি গঠনের খবর পেয়ে এরই মধ্যে কেন্দ্রে লবিং জোরদার করেছে সম্ভাব্য প্রার্থীরা। তারা নেতা হওয়া যোগ্যতা হিসেবে উপস্থাপন করেছেন কতটি রাজনৈতিক মামলা রয়েছে এবং কতদিন কারা ভোগ করেছেন এসব বিষয়। অনেকে আবার অতিরিক্ত যোগ্যতা হিসেবে পরিবারের সদস্যরা কটি মামলার আসামি হয়েছেন এসব বিষয়ও সামনে আনছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর