মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মেয়ের প্রেমের বিষয় চাপা দিতে চাঁদাবাজির নাটক!

গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ‘চাঁদাবাজির নাটক’ সাজিয়ে ঠিকাদার শেখ ইউসুফ আলীর গুলি করার নেপথ্যে রয়েছে তার মেয়ের প্রেমের ঘটনা। ওই ঠিকাদারের মেয়ের সঙ্গে আবু সাঈদ (২২) নামের এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত শুক্রবার সকালে আবু সাঈদ তার তিন বন্ধুকে নিয়ে প্রেমিকার বাড়ি গেলে উত্তেজিত হয়ে ঠিকাদার ইউসুফ আলী তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি  ছোড়েন। যার একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের বাড়ির স্কুলছাত্রী লামিয়া আক্তারের পায়ে বিদ্ধ হয়। গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করা হয়েছে। এদিকে মেয়ের সঙ্গে প্রেমের বিষয়টি আড়াল করে চাঁদাবাজির অভিযোগ তুলে থানায় মামলা করেন শেখ ইউসুফ আলী।  পুলিশ ঠিকাদারের মেয়ের প্রেমিক আবু সাঈদ ও তার তিন বন্ধুকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছেন- মেহেদি হাসান (২১), ইসমাইল মল্লিক (২৭) ও সাইফুল ইসলাম (২৩)। গতকাল রিমান্ডের আবেদন জানিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী এ তথ্য জানিয়েছেন। আবু সাঈদ ও ঠিকাদার কন্যার কিছু ছবি আইনজীবী আদালতে জমা দিয়েছেন।  গ্রেফতার আবু সাঈদের বড় ভাই জাহিদ হাসান জানান, কয়েক দিন ঠিকাদারের মেয়ের মোবাইল ফোন বন্ধ পেয়ে তার ভাই আবু সাঈদ বন্ধুদের নিয়ে ওই বাড়িতে খোঁজ নিতে যায়। এ সময় তারা ঠিকাদার ইউসুফ আলীকে প্রেমের বিষয়টি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ আলী গালিগালাজ করেন এবং পিস্তল দিয়ে গুলি ছোড়েন। বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই চার যুবক দরজা দিয়ে স্বাভাবিকভাবে বের হচ্ছিলেন। তখন পিস্তল হাতে ঠিকাদার ছুটে আসেন ও গুলি করেন। খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, পুলিশ অভিযুক্তদের রিমান্ডের আবেদন জানিয়েছে।

রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে।

এদিকে গতকাল সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে লামিয়ার অস্ত্রোপচার করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, গুলিটি তার হিফ জয়েন্টে হাড়ের ভিতরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অপারেশনের মাধ্যমে বের করা হয়েছে। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর