মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পবিত্র আশুরা পালিত

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে গত রবিবার ১০ মহররম পবিত্র আশুরা পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজাসহ ইবাদত বন্দেগির মাধ্যমে দিনটি পালন করেন। তবে দেশে বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে পালিত হয় দিনটি। রাজধানীতে এবার আশুরার আনুষ্ঠানিক শোক মিছিল বা তাজিয়া বের হয়নি। তবে ঢাকার হোসেনি দালান ইমামবাড়া প্রাঙ্গণে ছোট পরিসরে হয়েছে আশুরার তাজিয়া মিছিল। ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটি সকাল ১০টায় এ তাজিয়া মিছিলের আয়োজন করে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাজিয়ায় অংশ নিতে আগত ভক্তরা নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে হোসেনি দালান প্রদক্ষিণ করেন এবং ইমামবাড়া চত্বরে আশুরার আনুষ্ঠানিকতা পালন করেন। এ উপলক্ষে পুলিশ রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দিনটিতে ছিল সরকারি ছুটি।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দেন।

হিজরি ৬১ সনের এই দিনে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদরের দৌহিত্র এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এই মর্মান্তিক ঘটনার স্মরণে এই দিনে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে শোক মিছিল বা তাজিয়া বের করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর