মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর খুনিরা এখনো সক্রিয়

-আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গবন্ধুর খুনিরা এখনো সক্রিয় আছে, তাই গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে সজাগ থাকতে অনুরোধ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য সাবেক  মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। গতকাল শেখ জামাল স্মৃতি পরিষদের উদ্যোগে রামপুর ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশের গণতন্ত্র ও গন্তব্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী। সংগঠনের সমন্বয়ক মনির উল্লা খান মনির সভাপতিত্বে এবং ইমরান আলী মাসুদ ও ইয়াসিন আরাফাত বাপ্পীর  যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন  এরশাদ উল্লাহ, শৈবাল দাস সুমন, সুমন দেবনাথ।

আ জ ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারদের পাড়ায় পাড়ায় মাদক, জঙ্গিবাদবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এবং ২১ আগস্টের শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে ‘বিভক্তি নয় ঐক্য’র পথই শ্রেয়। রিয়াজ হায়দার চৌধুরী আয়োজক সংগঠন শেখ জামাল স্মৃতি পরিষদের উদ্যোগের লক্ষ্যমাত্রা তুলে ধরে বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণ করে বলেন, শেখ জামাল নিছক রাজনীতিবিদের সন্তান নন, তিনি একজন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারও। তাই তাঁর হত্যাকান্ডের বিচারও সামরিক আদালতে হওয়া যৌক্তিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর