মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গুম-বিচারবহির্ভূত হত্যাকান্ডের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

গুম-বিচারবহির্ভূত হত্যাকান্ডের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

বাংলাদেশে গুম-বিচারবহির্ভূত হত্যাকান্ডের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে গত শনিবার এক ভার্চুয়াল সেমিনারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তিনি বলেন, বিরোধী রাজনীতি করার কারণে আজ দেশে প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে এক লাখের উপরে মামলা দেওয়া হয়েছে। হত্যা করা হয়েছে ২৬শর উপরে বিরোধী নেতা-কর্মী। আর ৬০৩ জনের বেশি মানুষকে গুম করা হয়েছে। যাদের বেশিরভাগই বিএনপির নেতা-কর্মী। এ রকম পরিস্থিতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। গুম ও বিচারবহির্ভূত হত্যা ঘটনাবলীর তদন্তে একটি জুডিশিয়াল তদন্ত কমিশন গঠন করা উচিত। দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান, ১৯৭৪ সালে গুম হওয়া ন্যাপ নেতা আবু বকর জাফর উদ-দৌলা দিপুর বোন ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম, ২০১৭ সালে গুম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস, ২০১৩ সালে গুম হওয়া ঢাকার ৩৮ নং ওয়ার্ডের নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম ও গুম হওয়া লাকসাম পৌরসভার সভাপতি পারভেজ কবির হীরুর স্ত্রী শাহনাজ আখতার বক্তব্য রাখেন। এই ভার্চুয়াল সভায় ঢাকার বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যুক্ত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে সবাই এক কঠিন সময় পার করছি। বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে একটি গণতন্ত্রহীন, ফ্যাসিবাদী একনায়কতন্ত্র দেশে পরিণত হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধ হই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর