মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে লেনদেন ১১০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে উত্থান হয়েছে   শেয়ারবাজারে। গতকাল উভয়  শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে  লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এক হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। জানা  গেছে, ডিএসইএক্স সূচক ৫.৯৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৭৯.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে  লেনদেন হয়েছে ১ হাজার ১৬৬ কোটি ৭৭ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ২৫৯ কোটি ৬৪ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৪৮টি প্রতিষ্ঠানের  শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টির শেয়ার দর বেড়েছে। কমেছে ১৯১টির এবং ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩৫.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৮.১৪ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত থাকে ৪৫টির দর।

 সিএসইতে ৩২ কোটি ৮৮ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর