মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গাড়ির কাগজপত্র জালিয়াতি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগ এলাকা থেকে বিআরটিএ’র কাগজপত্র জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মো. হুমায়ুন কবির, মহসিন সাব্বির ও মো. কামাল হোসেন। র‌্যাব বলছে, বিআরটিএ’র বিভিন্ন কর্মকর্তার নকল সিল, বিপুল পরিমাণ নকল পুলিশ ক্লিয়ারেন্স এবং গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য জাল কাগজপত্রসহ সংঘবদ্ধ ওই প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ এর এএসপি (অপস) ফারজানা হক জানান, গতকাল বিকালে গ্রেফতার ওই তিনজনের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির ভিন্ন নামীয় লার্নার্স ড্রাইভিং লাইসেন্স ১৩০টি, বিভিন্ন ব্যক্তির গাড়ি চালানোর অস্থায়ী অনুমতিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র ৫৫ সেট, নকল পুলিশ ক্লিয়ারেন্স ২০ সেট, ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন ৫ সেট, পুলিশের তদন্ত প্রতিবেদন ৭ সেট, ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম ৭ সেটসহ বিভিন্ন নামের সিল ৪টি এবং ৬২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা তুরাগ এলাকায় একটি অস্থায়ী অফিস করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশ (জেলা বিশেষ শাখা), বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বিভিন্ন জাল কাগজপত্র, লার্নার্স পেপার ইত্যাদি প্রদানের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর