বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ

রফিকুল ইসলাম রনি

একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ

করোনা, আম্ফান ও বন্যার্তদের সহায়তা এবং শোকের মাস আগস্টের কারণে প্রায় ছয় মাস থমকে ছিল আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি। চলতি সেপ্টেম্বর থেকে ফের একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীনরা। বছরব্যাপী সাংগঠনিক কার্যক্রমের মধ্যে এবার ৫টি উপনির্বাচনে প্রচার-প্রচারণাও থাকবে। দলের কর্মসূচি চূড়ান্ত করতে আজ সম্পাদকম-লীর সভা ডাকা হয়েছে। বেলা সাড়ে ১১টায় দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলীয় সূত্রমতে, আজকের বৈঠক থেকেই মূলত আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি শুরু হবে। চলতি মাসেই জেলা-উপজেলায় সম্মেলন করা হতে পারে। সম্মেলন হয়ে যাওয়া ৫টি সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি চলতি মাসের মধ্যেই দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে।  গতকাল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে শুরু করার আহ্বান জানাচ্ছি। আগামীকাল (আজ) দলের সম্পাদকম-লীর সভায় কিছু নির্দেশনা আসবে জানিয়ে তিনি বলেন, এ মাসে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি  সভা অনুষ্ঠিত হবে। সেখানে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, দলীয় কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নে কেন্দ্রীয় নেতাদের নানা পরিকল্পনা ও সিদ্ধান্ত শিগগির দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে দায়িত্ব জানিয়ে দেওয়া হবে। চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে দলের কার্যনির্বাহী সংসদের সভা করা হবে। সেখানে শূন্য পদ পূরণ করাসহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এবার সম্পাদকম-লী ও কার্যনির্বাহী সভায় দলে অনুপ্রবেশকারী বা বিতর্কিত ব্যক্তিদের নিয়ে আলোচনায় স্থান পাবে বলে দলীয় সূত্র জানিয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দলের সম্পাদকম-লীর বৈঠকের কোনো এজেন্ডা জানি না। তবে বিভিন্ন উপকমিটিতে বিতর্কিত লোক ঢুকে পড়েছে যা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি। এসব বিতর্কিত ব্যক্তি কার হাত ধরে উপকমিটিতে প্রবেশ করল? কেন তাদের জায়গা দেওয়া হলো এ বিষয়টি জানতে চাওয়া হবে। এসব বিতর্কিত ব্যক্তিকে নিয়ে দলের ভিতরে এক ধরনের অস্বস্তি শুরু হয়েছে। এটা দূর করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে ৩১টি জেলা সম্মেলন হয়েছে। এর মধ্যে মাত্র ৬টি জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়েছে। বাকিরা এখনো দেয়নি। এই জেলাগুলোকে তাগাদা দেওয়া হবে। এ ছাড়াও অন্যান্য কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।  গত মার্চ থেকে দেশে করোনা শুরু হয়। এ সময় করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ। এর মধ্যেই আসে ঘূর্ণিঝড় আম্ফান। পরবর্তীতে বন্যার আঘাত। করোনা, আম্ফান এবং বন্যায় মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ। স্থবির হয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। মূলত জেলা-উপজেলা সম্মেলন বন্ধ হয়ে যায়। এরপর আসে শোকের মাস আগস্ট। এসব কারণে কাজগুলো থেমে যায়। তাই চলতি মাসেই ফের মাঠে নামছে দল। জেলা-উপজেলা সম্মেলনের প্রস্তুতি, পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম আবার শুরু হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনীতি পরিস্থিতি গতিশীলতা বৃদ্ধি করা, আওয়ামী লীগের কর্মকা- আরও বিস্তৃত করা, দলকে সর্বমহলে আরও গ্রহণযোগ্য করতে করণীয় নিয়ে আলাপ-আলোচনা হবে। অন্যতম আমাদের এজেন্ডা হবে অনুপ্রবেশকারী/সাইবার বার্ড/প্রতারক/দলের নাম ভাঙিয়ে বদনামকারীদের কীভাবে বের করে দেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৈঠক মূলত সাংগঠনিক কার্যক্রম কীভাবে শুরু করা হবে তা নিয়ে। দীর্ঘ ৬/৭ মাস আমাদের সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে। করোনায় মানুষের পাশে দাঁড়ানো, বোরো মৌসুমে কৃষকের ধান কেটে দেওয়া, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতেই সময় চলে গেছে। অনেক জেলা-উপজেলার সম্মেলনের যখন প্রস্তুতি চলছিল তখন করোনার প্রাদুর্ভাব শুরু হয়। এসব জেলা-উপজেলায় সম্মেলনের তারিখ ঠিক করা হতে পারে আজকের বৈঠকে। এ ছাড়াও অনেক সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে, সেগুলোর কমিটিও বাকি রয়েছে। আমরা বৈঠক করে তাদের সময়সীমা বেঁধে দেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর