বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

‘নেতা বাড়িয়ে’ ঐক্যের চেষ্টা সিলেট বিএনপিতে!

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

প্রায় ১১ মাস আগে ঘোষণা হয়েছিল সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির। শর্ত ছিল অধীনস্থ উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করে তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজনের। কিন্তু আহ্বায়ক কমিটির ভিতরে-বাইরে দ্বন্দ্ব আর অনৈক্যের কারণে এত দিনেও সম্ভব হয়নি সম্মেলন আয়োজন। কেন্দ্রীয় নেতারাও একাধিকবার উদ্যোগ নিয়ে মেটাতে পারেননি দ্বন্দ্ব। অবশেষে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর কমিটিতে ‘পদ বাড়িয়ে’ ৬ জন করে নেতা অন্তর্ভুক্ত করে উদ্যোগ নেওয়া হয়েছে দ্বন্দ্ব নিরসনের। ‘নেতা বাড়িয়ে’ ঐক্য গড়ার এ ফর্মুলায় সম্মত হয়েছেন উভয় গ্রুপের নেতারা। দলীয় সূত্র জানায়, গত বছরের ২ অক্টোবর মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়ক করে সিলেট জেলা বিএনপির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলন করারও শর্ত জুড়ে দেওয়া হয়। কিন্তু আহ্বায়ক কমিটিতে দ্বিধাবিভক্তি দেখা দিলে শুরু হয় দলীয় কার্যক্রমে জটিলতা। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অনুসারী ৯ সদস্যের সঙ্গে মতবিরোধ তৈরি হয় বাকিদের। এ অবস্থায় চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি জেলা শাখার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ২৫ সদস্যের কমিটিতে একজনকে আহ্বায়ক ও বাকিদের সদস্য রাখা হয়।  এরপর সিলেট বিএনপিতে        ঐক্য ফেরাতে উদ্যোগ নেয় কেন্দ্রীয় সাংগঠনিক টিম। দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন সব উপজেলা ও পৌর কমিটিতে আরও ৬ জন করে অন্তর্ভুক্ত করে বিরোধ নিরসনের উদ্যোগ নিলে উভয়পক্ষ সম্মত হন। উভয় পক্ষ কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের পছন্দের পদপ্রত্যাশীদের নামও জমা দিয়েছেন। এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার জানান, উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটিতে আরও ৬ জন করে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া শেষ হওয়ার পরই উপজেলা ও পৌর কমিটি তাদের অধীনস্থ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করবে। বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, কমিটিতে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক নেতাদের নাম দলীয় মহাসচিব ও যুগ্ম মহাসচিব বরাবর জমা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর