বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

খুলনায় আন্দোলনে পাট শ্রমিকরা, মামলা মালিকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বেসরকারি মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা আবারও আন্দোলনে নেমেছেন। পিএফ, গ্র্যাচুইটিসহ চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ধারাবাহিক আন্দোলন শুরু করেছেন শ্রমিকরা। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করবেন তারা।  অপরদিকে চুক্তি ভঙ্গ ও শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় মিল মালিকের বিরুদ্ধে মামলা করেছে শ্রম দফতর। মিলের ৩৪৭ জন শ্রমিক ও ৫০ জন কর্মচারীর  মোট পাওনা ১০ কোটি ৬০ লাখ টাকা। জানা যায়, নগরীর ফুলবাড়ী গেট এলাকার মহসেন জুট মিলটি স্থায়ীভাবে বন্ধ হয় ২০১৪ সালে। এর আগে ২০১৩ সালের ১৯ জুলাই এক দাফতরিক আদেশের মাধ্যমে মিলটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী, ছয় মাসের মধ্যে শ্রমিক-কর্মচারীকে ক্ষতিপূরণ, লে-অফ বেনিফিট পরিশোধের কথা থাকলেও সাত বছরেও তা’ করা হয়নি।

এতে মানবেতর জীবন-যাপন করছেন শ্রমিকরা।

বিভাগীয় শ্রম দফতর, খুলনার পরিচালক মিজানুর রহমান জানান, মহসেন জুট মিলের চেয়ারম্যান সৈয়দ সাদেক মোহাম্মাদ আলী, ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ আজম ও নির্বাহী পরিচালক তাওহীদ উল ইসলামের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে তাদের কারাদন্ড ও অর্থদন্ড হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর