বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সেজে আইনমন্ত্রীকে ফোন

নিজস্ব প্রতিবেদক

প্রতারক চক্র এবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে আইনমন্ত্রী আনিসুল হককে ফোন করে বসল। মন্ত্রীকে বলল, বেশ কিছু রিপোর্ট আছে। এগুলো প্রকাশ করা হবে। কিন্তু আইনমন্ত্রীর ত্বরিত পদক্ষেপে প্রতারক চক্র বেশি দূর এগোতে পারেনি। ঘটনাটি গতকাল দুপুরের। পুলিশ এ বিষয়টি তদন্ত করে দেখছে। জানা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি ০১৫১১-১১২৮৮২ নম্বর থেকে আইনমন্ত্রীকে ফোন করে। ওই ব্যক্তি ফোনে নিজেকে বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার বলে পরিচয় দেয় এবং কথা বলার চেষ্টা করে। কিন্তু তার কথাবার্তায় আইনমন্ত্রীর সন্দেহ হয়। তিনি বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পুরো বিষয়টি জানান। তিনি জানতে চান, যে ফোন নম্বর থেকে কল এসেছে, সেই নম্বরের মালিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক কি-না। কর্তৃপক্ষ             খোঁজ নিয়ে দেখে এই নম্বর থেকে ফোনকারী ব্যক্তি বাংলাদেশ প্রতিদিনের কোনো সাংবাদিক নন। যোগাযোগ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাকে যারা ফোন করেছিল, তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় আমি বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষকে জানাই। তখন বাংলাদেশ প্রতিদিন থেকে আমাকে জানানো হয় এ নামে তাদের কোনো রিপোর্টার নেই। এতেই আমি বুঝতে পারি, প্রতারণা করতেই ফোন দেওয়া হয়েছে। ধারণা করা হয়, সাংবাদিক সেজে প্রতারক চক্র আইনমন্ত্রীকে কল করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ফোনের কলার আইডির সূত্র ধরে আইন প্রয়োগকারী সংস্থার প্রাথমিক তদন্তে দেখা গেছে এই ব্যক্তির নাম মাহবুব আলম। কোনো পত্রিকাতে এই ব্যক্তি কাজ করে না। বিভিন্ন পত্রিকার সাংবাদিক সেজে অপকর্ম করে বেড়ায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর