বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ইকোনমিক ক্যাডার বিলুপ্ত

১৪৪ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ার একদিন পর বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ১৪৪ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, যুগ্মসচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি বা জ্যেষ্ঠতা কার্যকর করার ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির পূর্বের কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। তবে এরই মধ্যে প্রাপ্ত সুবিধা বহাল থাকবে। পদোন্নতিপ্রাপ্ত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসন ক্যাডারের সঙ্গে ইকোনমিক ক্যাডার একীভূত হওয়ার পর এই ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে জটিলতা ছিল। ফলে দীর্ঘদিন তাদের পদোন্নতি আটকে ছিল।

এখন ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সেই জটিলতার নিরসন করা হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২২০ কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর