বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চাকরির প্রলোভনে প্রতারণা, আটক ৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থেকে অনলাইনে চাকরির প্রলোভনে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সানোয়ার হোসেন, জুনায়েদ মিয়া, আবুল খায়ের, আবদুল গনি, মোসা. নাইমা হাসান মীম, রানা মিয়া, পারভেজ ও জুনায়েত আহম্মেদ। গতকাল সেকশন-১২, ব্লক-ই, এভিনিউ-১, বাসা-২৬-এর পঞ্চম তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  কাজী ওয়াজেদ আলী জানান, এরা ‘আর ভিটা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামে একটি অফিস খুলে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিলেন। এরা চাকরির নামে প্রত্যেকের কাছ থেকে ৪ হাজার টাকা জামানত নিতেন। এদের টার্গেট নিম্নবিত্ত আর টাকার অঙ্ক তুলনামূলক কম। এর উদ্দেশ্য হলো যাতে কেউ আইনের আশ্রয় না নেয়। সুসজ্জিত অফিস, সুন্দরী রিসিপশনিস্ট আর চটকদার বিজ্ঞাপন দিয়ে বেকারদের আকৃষ্ট করতেন।

পরে চাকরি দেওয়ার নামে বিভিন্ন অজুহাতে টাকা নিতেন। তিন-চার বছর ধরে প্রতারণা করে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এদের বিরুদ্ধে পল্লবী থানায় প্রতারণা মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর