রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের সব খেলার মাঠ ও পার্ক দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়ে মানববন্ধন এবং সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ। গতকাল বেলা ১১টায় কাজীর দেউড়ি এলাকায় আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান ছাত্রলীগ নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামে তেমন কোনো খেলার মাঠ নেই। তার মধ্যে এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন আউটার স্টেডিয়ামসহ প্রায় প্রতিটি খেলার মাঠ বছরের বেশিরভাগ সময় মেলা ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার হয়। যে কারণে কিশোর-তরুণরা মাঠে খেলাধুলা করতে পারছে না।

খেলাধুলার অভাবে তারা নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। মাঠে খেলার পরিবেশ না থাকায় তরুণদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে ‘কিশোর গ্যাং’ কালচারে যুক্ত হচ্ছে তরুণরা। তাই নগরের শিশুপার্ক, পলোগ্রাউন্ড ও লালদীঘির মাঠসহ সব মাঠ দ্রুত দখলমুক্ত করে খেলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে হবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

সর্বশেষ খবর