রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হালদা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ১০ নৌকা ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ইঞ্জিনচালিত বালুর নৌকা ধ্বংস করা হয়েছে। গতকাল সকালে হালদা নদীর সাত্তার ঘাট থেকে নয়াহাট পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে এসব ইঞ্জিনচালিত বালুর নৌকা ধ্বংস করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নৌকার মালিক মো. জাফরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নদীর বিভিন্ন স্পট থেকে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘বালু উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে ১০টি ইঞ্জিনচালিত বালুর নৌকা আটক করা হয়। তাৎক্ষণিকভাবে নৌকাগুলো এমনভাবে অকেজো করা হয়, যাতে সেগুলো পুনরায় বালু উত্তোলনের কাজে ব্যবহার করা না যায়।

অভিযানে নৌকার মালিক মো. জাফরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’  

সর্বশেষ খবর