রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রণব মুখার্জি দুঃসময়ে সর্বদা পাশে ছিলেন

-- ইঞ্জি. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বাংলাদেশের যে কোনো দুঃসময়ে পরম বন্ধু হয়ে পাশে ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, তখন ভারতে থাকা অবস্থায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোঁজ রাখতেন। পরে যখন দেশে  ফেরেন তখনো সহযোগিতা করেছেন এবং সাহস-অনুপ্রেরণা দিয়েছেন প্রণব মুখার্জি। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত প্রণব মুখার্জির শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের  সাবেক সভাপতি এম নাছিরুল হক ও মোস্তাক আহমেদ, দৈনিক নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিরো, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক মহসিন  চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ খবর