রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বর্বর হামলা মেনে নেওয়া যায় না

------- জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

বর্বর হামলা মেনে নেওয়া যায় না

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সভ্য সমাজে এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। গতকাল জাপার বনানী কার্যালয়ে পার্টির অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে সভায় এ কথা বলেন তিনি। পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পরিচালনায় আরও বক্তব্য দেন গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম এমপি, এ টি ইউ তাজ রহমান, লিয়াকত হোসেন খোকা এমপি, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আগামী দিনের রাজনীতিতে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় পার্টি মাঠে থাকবে। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জাতীয় পার্টি এখন আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। তিনি কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে এমন জেলাগুলোতে সম্মেলন আয়োজনের নির্দেশ দেন।

 

সর্বশেষ খবর