রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হবিগঞ্জে সি আর দত্ত ও আবু ওসমান স্মরণে সভা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে সেক্টর কমান্ডার মেজর জেনারেল সিআর দত্ত বীরউত্তম ও কর্নেল আবু ওসমান স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে কমান্ডেন্ট মানিক চৌধুরী মুক্তিযোদ্ধা জাদুঘর ও স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এ শোকসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখতের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ খান। স্বাগত বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযোদ্ধাদের কাছে ঋণী থাকবে। তাঁদের চেতনা ধারণ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে।’

সভায় ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে সেক্টর কমান্ডার ফোরামের সদস্য সচিব হারুন হাবিব বলেন, ‘বীর সেনানীরা চলে গেলেও আমাদেরকে তাঁদের চেতনা ও আদর্শকে রক্ষা করতে হবে।’ জাতীয় জাদুঘরের ট্রাস্টি ড. সানোয়ার আলী বলেন, ‘আমাদের সবার দায়িত্ব এই দুই সেনানীর প্রতি শ্রদ্ধা জানানো।’ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদেরকে ছেড়ে চলে যাওয়া দুই বীর সেনানী জাতির জনকের আহ্বানে দেশকে স্বাধীন করতে লড়াই করেছেন। তাঁরা স্বপ্ন দেখতেন অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশের।’ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, ‘সিআর দত্ত এরশাদের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার প্রতিবাদ করেছিলেন। তিনি আমৃত্যু ধর্মীয় বৈষম্যবিরোধী র্ছিলেন এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য আজীবন লড়াই করেছেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দেওয়ায় আজ আমরা সামনে এগোনোর স¦প্ন দেখছি। তাঁরাই ছিলেন আমাদের এগিয়ে যাওয়ার আলোক বর্তিকা।’ দৈনিক সমকাল সম্পাদক মোস্তফা শফী বলেন, ‘আমরা বীর মুক্তিযোদ্ধাদের দেখে বড় হয়েছি। তাঁদের চেতনা অমর হয়ে থাকবে।’

অনুপ কুমার দেব মনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অ্যাডভোকেট মাসুম মোল্লা মাসুম, হাসান মুর্শেদ, মুক্তিযোদ্ধা রেজিয়া খাতুন, কাজী গোলাম মর্তুজা, আবুল হোসেন, আবদুর রউফ, ভবতোষ রায় রানা, সিআর দত্তের ছোট মেয়ে হ্যাপি দত্ত প্রমুখ।

 

সর্বশেষ খবর