রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
স্থায়ী কমিটির বৈঠক

উপনির্বাচনে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার শনিবার

নিজস্ব প্রতিবেদক

আগামী শনিবার বিকালে সংসদীয় চার আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার নেবে দলের পার্লামেন্টারি কমিটি। গতকাল সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই চার আসন হলো ঢাকা-৫, ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ ও নওগাঁ-৬। এর আগে মঙ্গল-বুধবারের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দলীয় ফরম তুলতে পারবেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এরপর শনিবার রাতেই দলের পার্লামেন্টারি বোর্ডে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই পার্লামেন্টারি বোর্ডের সদস্য। এর আগে ২৯ আগস্ট পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে পাবনা-৪ উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবকে চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পাবনা-৪ আসনে ভোট হবে ২৬ সেপ্টেম্বর।

সর্বশেষ খবর