সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অস্থির পিঁয়াজের বাজার, ১০ আড়তদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অস্থির পিঁয়াজের বাজার, ১০ আড়তদারকে জরিমানা

চট্টগ্রামের খাতুনগঞ্জে এক অভিযানে পিঁয়াজের ১০ আড়তদারকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাইকারি বাজার অস্থির করা ও ক্রয় ইনভয়েস না রেখে নিজেদের মতো করে মূল্য বৃদ্ধি করে পণ্য বিক্রি করার অভিযোগে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ও মো. উমর ফারুক অভিযান পরিচালনা করেন। অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রি করায় মেসার্স বরকত ভান্ডার, গোপাল বাণিজ্য ভান্ডার, হাজী মহিউদ্দিন সওদাগর, সেকান্দার অ্যান্ড সন্স, মোহাম্মাদীয়া বাণিজ্যালয় ও মোহাম্মদ জালাল উদ্দীনকে ১০ হাজার টাকা করে, গ্রামীণ বাণিজ্যালয়, আরাফাত ট্রেডার্স ও মেসার্স বাগদারিক করপোরেশনকে ৫ হাজার করে এবং শাহাদাত ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, গত কয়েক দিন ধরে বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আড়তদাররা ব্যাবসায়িক কাগজপত্র নিজেদের কাছে না রেখে আমদানিকারকের ফোনকলে দাম নির্ধারণ করে পিঁয়াজ বিক্রি করছেন। প্রত্যেকের এক বক্তব্য- আমদানিকারকের নির্দেশনা অনুযায়ী তারা দাম নির্ধারণ করেন এবং কমিশনে ব্যবসা করেন। ফলে দামের ব্যাপারেও নির্দিষ্টতা নেই। তাই দাম স্থিতিশীল করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ঘাট থেকে গতকাল তারা ভারতীয় পিঁয়াজ ৩৭ টাকা থেকে ৩৮ টাকা দরে আমদানিকারকের কাছ থেকে কিনে ৪০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করেছেন। এক মাস আগেও তারা এই পিঁয়াজ কিনেছেন ২০ টাকা কেজি দরে।

তবে বৃষ্টির কারণে দাম কিছুটা বাড়তি থাকলেও গতবারের মতো পরিচিতি হবে না বলেই আশাবাদী এই ব্যবসায়ী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর