সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সূচক বাড়লেও কমেছে লেনদেন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সূচক বাড়লেও কমেছে লেনদেন শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সব সূচক বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে। তবে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। জানা গেছে, ডিএসইতে লেনদেনের প্রথম দেড় ঘণ্টাতেই প্রধান সূচক ৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। লেনদেন ছাড়িয়ে যায় সাড়ে ৪০০ কোটি টাকা। কিন্তু এরপরই বেশ কিছু প্রতিষ্ঠানের দরপতন ঘটে। ফলে সূচকের বড় উত্থান আটকে যায়। সেই সঙ্গে কমে যায় লেনদেনের গতিও। এরপরও ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে, দাম কমেছে ১৪১টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে গত বৃহস্পতিবার লেনদেন হয় ১ হাজার ৯৩  কোটি ৮৮ লাখ টাকা। গতকাল লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মা ও তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংক। এ ছাড়া  লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ড্রাগন সোয়েটার, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিডি ফাইন্যান্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। বাজারটিতে শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫ লাখ টাকার। লেনদেনে অংশ নেওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির দাম বেড়েছে।

দাম কমেছে ৯৩টির এবং ২৭টির দাম অপরিবর্তিত থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর