সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

৪র্থ দিনের মতো চলেনি শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটের ফেরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

৪র্থ দিনের মতো গতকালও তীব্র নাব্য সংকটে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটের সব ধরনের  ফেরি চলাচল বন্ধ ছিল। তবে আজ সকাল থেকে এই  নৌ-রুটে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে বিআইডব্লিউটিসির উপ-মহা ব্যবস্থাপক (বাণিজ্যিক) শফিকুল ইসলাম  জানান,  বেশ কিছুদিন ধরে এ  নৌ-রুটের চ্যানেলে পানির গভীরতা কম থাকায় ৪র্থ দিনের মতো বড় রোরো, ঠেলা, মাঝারি, কে-টাইপ ও ছোট ফেরিসহ সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের  পরবর্তী  নির্দেশ না পাওয়া পর্যন্ত সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রাখা হবে। এছাড়াও চ্যানেলের নাব্য সংকট কাটিয়ে না উঠা পর্যন্ত কোনো প্রকার ফেরি চালু করা সম্ভব নয়। বিআইডব্লিউটিএ বলছে, চ্যানেলে নাব্য সংকট কাটিয়ে উঠতে গতকাল সারা দিন ১১টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কার্যক্রম চলে, যা চলমান আছে।

তবে এ সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে আরও ৫ দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর