সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জাপায় কোনো বিভেদ নেই

জিয়াউদ্দিন বাবলু

নিজস্ব প্রতিবেদক

জাপায় কোনো বিভেদ নেই

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, পার্টিতে কোনো বিভেদ নেই। জাপা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে থাকবে জাপা। তিনি বলেন, আসন্ন পাঁচটি উপ-নির্বাচনেই জাপা অংশ নেবে। তিনি বলেন, দল আরও সংগঠিত করতে সারা দেশে নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি করা হয়েছে। গতকাল ঢাকার গুলশানের বাসভবনের নেতা-কর্মীদের তিনি একথা বলেন। জিয়াউদ্দিন বাবলু নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দল আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, শুধু উন্নয়ন হলে মানুষের প্রত্যাশা পূরণ হয় না।

সুশাসনও নিশ্চিত করতে হয়। জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিতের মাধ্যমে ইতিহাস রচনা করেছেন। ৪৬০টি উপজেলা পরিষদ সৃষ্টি এবং ২১টি মহাকুমাকে ৬৪ জেলায় পরিণত করে তিনি উন্নয়নের কিংবদন্তি হয়েছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর