মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পাঁচ মাসে ১৫ মানব পাচার মামলা

অভিযোগ আনা হয়েছে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পাঁচ মাসে ১৫ মানব পাচার মামলা

বরিশালে গত ২২ মার্চ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একজন জেলা জজ পদ মর্যাদার বিচারক যোগদানের পর এখন পর্যন্ত মানব পাচার সংক্রান্ত ১৫টি মামলা হয়েছে। সব মামলায় বিদেশে নিয়ে বা নেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।  বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সূত্র জানায়, বিদেশ গিয়ে বা যেতে প্রতারণা কিংবা মানসিক ও শ্রম শোষণের শিকার ভুক্তভোগীরা সরাসরি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। ভুক্তভোগীরা চাইলেই তার নিজ নিজ থানায়ও মানব পাচার প্রতিরোধ দমন আইনে-২০১২ মামলা করতে পারবেন। ভুক্তভোগীদের আইনি প্রতিকারের জন্য ২০২০ সালের ৮ মার্চ সরকার এক গেজেটের মাধ্যমে বরিশালসহ দেশের ৭টি বিভাগীয় শহরে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেন। গত ২২ মার্চ বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারক যোগদান করার পর থেকে এখন পর্যন্ত মানব পাচার আইনে ১৫টি মামলা দায়ের হয়েছে। বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল বলেন, আগে বিদেশ যেতে কেউ প্রতারণার শিকার হলে ভুক্তভোগী ব্যক্তি তার নিজ থানায় নাকি রিক্রুটিং এজেন্সির এলাকাভুক্ত থানায় মামলা করবেন সেটা নিয়ে হয়রানি হতে হতো। এখন থেকে ভুক্তভোগীরা তার স্ব-স্ব থানায় কিংবা সরাসরি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. কাইয়ুম খান কায়সার বলেন, মানব পাচারের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি কোনো স্থানে জড়ো হলে পুলিশ কোনো পরোয়ানা ছাড়াই সেখানে অভিযান চালাতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর