মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কওমির দাওরায়ে হাদিস পরীক্ষা ২০ সেপ্টেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক

আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ও তত্ত¡াবধানে ২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা। সারা দেশের ১৯২ কেন্দ্রে ২২ হাজার ৩৪২ পরীক্ষার্থী অংশ নেবেন। ১০টি বিষয়ে ১ হাজার নম্বরের পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিন যথাক্রমে বুখারি-২, আবু দাউদ, তিরমিজি-১, মুসলিম-১, বুখারি-১, মুসলিম-২, তিরমিজি-২ এবং শামায়েলে তিরমিজি, নাসায়ি, ইবনে মাজাহ, তাহাবি ও মুওয়াত্তানের পরীক্ষা হবে।

সর্বশেষ খবর