মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মন্দিরে ভারতীয় হাইকমিশনার

নওগাঁ প্রতিনিধি

ভারত সরকারের অর্থায়নে নির্মিত নওগাঁর মান্দা উপজেলার ঠাকুর মান্দার ঐতিহাসিক রঘুনাথ জিউ মন্দিরে তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল এ ভবনের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। এরপর মন্দির চত্বরে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্রের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজশাহীর সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম) প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বেতারের সংবাদ পাঠক আবদুর রোকন মাছুম। এর আগে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি রঘুনাথ জিউ মন্দিরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। অনুষ্ঠান শুরুর আগে সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তিনি মান্দার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর