মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

একক ব্যক্তির কোম্পানি খোলার বিল সংসদে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাংকের ব্যবসায় সূচকে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে একক ব্যক্তিকে কোম্পানি খোলার বিধান রেখে ‘কোম্পানি (দ্বিতীয় সংশোধন) বিল-২০২০’ গতকাল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিলে সংশোধিত আইনের সংজ্ঞায় বলা হয়, ‘এক ব্যক্তির কোম্পানি’ হলো সেই কোম্পানি, যার বোর্ডে সদস্য থাকবেন কেবল একজন। বিলে বলা হয়, এ ধরনের কোম্পানি পর্ষদ সভা করা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিদ্যমান নিয়মের ছাড় পাবেন। এক ব্যক্তি কোম্পানির পরিশোধিত শেয়ার মূলধন হবে অন্যূন ৫০ লাখ টাকা এবং অনধিক ১০ কোটি টাকা। একমাত্র পরিচালক মারা গেলে সব শেয়ারের মালিক হবেন তার মনোনীত ব্যক্তি। অব্যবহিত পূর্ববর্তী অর্থবছরের বার্ষিক টার্নওভার অন্যূন দুই কোটি টাকা এবং ১০০ কোটি টাকা হবে। পরিশোধিত শেয়ার মূলধন এবং বার্ষিক টার্নওভারের পরিমাণ বেশি হলে শর্তপূরণ সাপেক্ষে এক ব্যক্তির  কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ক্ষেত্রমতো পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যাবে। এ ছাড়া গতকাল সুনামগঞ্জ জেলায় একটি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ ছাড়াও দেশ-বিদেশে ট্রাভেল এজেন্সির শাখা খোলার অনুমোদন ও মালিকানা হস্তান্তরের বিধান রেখে বিদ্যমান ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২০’ সংসদে উত্থাপিত হয়েছে। বিদ্যমান আইনে কোনো অপরাধের জন্য দায়ী ট্রাভেল এজেন্সিকে জরিমানার সুযোগ ছিল না। সংশোধিত আইনে এজন্য ছয় মাসের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দ- দেওয়ার বিধান রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর