বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

টেনশনে আওয়ামী লীগ প্রস্তুতি বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

টেনশনে আওয়ামী লীগ প্রস্তুতি বিএনপিতে

রাজশাহীর ১৪ পৌরসভায় মাঠ দাপাচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এই পৌরসভাগুলোতে নির্বাচন হয়েছিল। এ হিসাবে চলতি বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন উপলক্ষে বহু প্রার্থী নিয়ে টেনশনে পড়েছে আওয়ামী লীগ। একেকটি পৌরসভায় ৫ থেকে ১০ জন করে মনোনয়নপ্রত্যাশী। তবে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী সব নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। এ কারণে পৌর নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে দলটি। আগামীতে দলের প্রার্থী কারা হবেন-এ নিয়ে এখনই আলোচনা চলছে তৃণমূলে। পৌর নির্বাচনে মনোনয়ন নিতে বেশ কয়েক মাস ধরে বড় দুই দলের সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা শুরু করেছেন। জেলা ও কেন্দ্রের শীর্ষ নেতাদের আশীর্বাদ পেতে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। আর স্থানীয় নেতা-কর্মীদের সমর্থন পেতে বাড়িয়েছেন সাংগঠনিক তৎপরতা। রাজশাহী জেলার ১৪ পৌরসভা হলো- তানোর, মুন্ডুমালা, গোদাগাড়ী, কাঁকনহাট, নওহাটা, কাটাখালী, কেশরহাট, ভবানীগঞ্জ, তাহেরপুর, চারঘাট, দুর্গাপুর, পুঠিয়া, বাঘা ও আড়ানী। এসব পৌরসভার সবগুলোতেই আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা তৎপরতা শুরু করেছেন। প্রার্থী নিয়ে বেশ জটিলতায় আছে আওয়ামী লীগ। একেকটি পৌরসভায় ৫ থেকে ১০ জন নেতা মনোনয়ন চান। মাঠেও তৎপর তারা। জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা জানান, দল ক্ষমতায় থাকলে অনেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে। জনপ্রিয়তা যাচাই করেই কেন্দ্রের কাছে নাম প্রস্তাব করা হবে। তবে এখনো সেই সময় আসেনি। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, বিএনপি আগামীর নির্বাচনে অংশ নেবে, যাতে মানুষ ভুলে না যায়। ফলাফল জেনেও তারা অংশ নিতে চান। জনগণ আগে থেকেই বিএনপির পক্ষে সংগঠিত। ভোট দেওয়ার সুযোগ পেলে তারা বিএনপি প্রার্থীকে বিজয়ী করবে।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জানান, বিএনপি আগের চেয়ে অনেক বেশি গোছানো। কার কেমন জনপ্রিয়তা আছে, সেটি তারা যাচাই করতে শুরু করেছেন। তফসিল হলে কেন্দ্রে তাদের নাম পাঠানো হবে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর