বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্যাংকে সাইবার আক্রমণের চেষ্টা প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। সম্প্রতি বিগল বয়েজ নামে একটি সাইবার হ্যাকার গ্রুপ আক্রমণের চেষ্টা করে। পরে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সব প্রতিষ্ঠানকে সতর্ক করে চিঠি দেয়। এই আক্রমণের চেষ্টা বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ড রেসপন্স টিম-সার্ট প্রতিরোধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, একটি হ্যাকার গ্রুপ জালিয়াতি করে অর্থ স্থানান্তর এবং এটিএম থেকে নগদ অর্থ সরানোর লক্ষ্যে বিশ্বজুড়ে ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাচ্ছে বলে সম্প্রতি সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ‘বিগল বয়েজ’ হ্যাকার গ্রুপ সাইবার হামলার যে চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। দেশের তিনটি ইন্টারনেট  সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাকার গ্রুপটির ম্যালওয়ারের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।

 হামলাকারীদের লক্ষ্য ছিল মূলত ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাইবার আক্রমণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নজরে কিছু পড়েনি। তবে কম্পিউটার কাউন্সিল থেকে আমাদের এ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছিল। সে অনুযায়ী আমরা ব্যাংকগুলোকে সতর্ক করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর