বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পিএফ, গ্র্যাচুইটিসহ চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে খুলনায় বেসরকারি মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের শিরোমনি এলাকায় এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন সিবিএর সাবেক সভাপতি শহিদুল্লাহ খা। জানা যায়, মিলের ৩৪৭ জন শ্রমিক ও ৫০ জন কর্মচারীর  মোট পাওনা ১০ কোটি ৬০ লাখ টাকা। ২০১৪ সালে মিলটি স্থায়ীভাবে বন্ধ হয়। এর আগে ২০১৩ সালের ১৯ জুলাই এক দাফতরিক আদেশের মাধ্যমে মিলটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী, ৩০ কার্যদিবসের মধ্যে শ্রমিক-কর্মচারীকে ক্ষতিপূরণ, লে-অফ বেনিফিট, গ্র্যাচুইটির পাওনাদি পরিশোধের কথা থাকলেও সাত বছরেও তা করা হয়নি। এতে অসহায় জীবনযাপন করছেন শ্রমিকরা।

 শ্রমিকরা জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া পাওনা পরিষদের বিষয়ে কোনো সমাধান না হলে ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় শ্রমিক কলোনিতে জনসভায় লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর