শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফের বেপরোয়া কিশোর গ্যাং

পুরান ঢাকায় ছুরিকাঘাতে আহত ১, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে হোসনি দালানের পেছনে বাপ্পি নামে এক কিশোরকে ইট দিয়ে আঘাত ও ছুরিকাঘাতে জখম করেছে কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য। গুরুতর আহত বাপ্পিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপ্পির শরীরের বিভিন্ন স্থানে ৪৮টি সেলাই লেগেছে। গত বুধবার রাতের এ ঘটনায় নিহতের বাবা মো. বাবু বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেছেন। মামলায় সোহান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত বাপ্পির বাবা বাবু জানান, বুধবার সন্ধ্যার দিকে বঙ্গমার্কেটে কাজের সন্ধানে যায় বাপ্পি। কাজ না পেয়ে বাসায় ফিরছিল। পথে চার বন্ধু মিলে পলাশী জুস কর্নারে জুস খাচ্ছিল। এ সময় আরিফ, আসলাম, শাওন ও সোহান কথা আছে বলে বাপ্পিকে ডেকে হোসনি দালানের পেছনে নিয়ে ২০-২২ জন মিলে ছুরি, চাপাতি ও ইট দিয়ে আঘাত ও মারধর করে। বন্ধুরা খবর পেয়ে বাপ্পিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। দুর্বৃত্তরা ইট দিয়ে বাপ্পির মাথা থেঁতলে দেয়। সারা শরীরে ৪৮টি সেলাই লেগেছে। কয়েকদিন আগে বাপ্পির বন্ধুরা আরেকজনকে মারধর করে। সে ঘটনার সঙ্গে বাপ্পি জড়িত ছিল না। সে ঘটনার সূত্র ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় সোহান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চকবাজার থানার এসআই মো. খালেক মিয়া বলেন, এরা মূলত নবম, দশম শ্রেণিতে পড়ুয়া উঠতি বয়সের দুটি গ্রুপের সদস্য। একটি লালবাগ গ্রুপ, অন্যটি হোসনি দালান এলাকার গ্রুপ। কিশোর গ্যাংও বলা যায়। বাপ্পির বাসা লালবাগ। বেশ কয়েকদিন আগে লালবাগ গ্রুপের ছেলেরা হোসনি দালান গ্রুপের এক ছেলেকে মারধর করে। সে ঘটনার রেশ ধরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর