শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

প্রায় এক বছর পর সর্বোচ্চ স্থানে পৌঁছেছে সূচকের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

সপ্তাহের শেষ দিনের লেনদেনে প্রায় ৪০ পয়েন্ট বেড়ে ডিএসইর সূচক ফের ৫ হাজার পয়েন্টে উঠে এসেছে, যা প্রায় এক বছর পর সূচকের অবস্থানে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। গত মার্চে মহামারী করোনার প্রকোপ শুরু হলে বড় ধরনের ধস নামে শেয়ারবাজারে। একের পর এক বড় দরপতনে চলতি বছরের ১৮ মার্চ ডিএসইর প্রধান মূল্যসূচক ৩৬০৩ পয়েন্টে নেমে আসে। চলতি সপ্তাহের পাঁচ দিনের লেনদেনে ডিএসইতে চার দিনই সূচক বেড়েছে। এ সপ্তাহে ৪ হাজার ৯৪৮ পয়েন্ট দিয়ে লেনদেন শুরু হয়। শেষ দিনে গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১ পয়েন্টে উঠে আসে। এর মাধ্যমে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বরের পর সূচকটি আবার পঁাঁচ হাজার পয়েন্ট স্পর্শ করল। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর সূচক ৫ হাজার ১৩ পয়েন্টে ছিল। গতকাল লেনদেনে ডিএসইতে অংশ নেওয়া ১৯০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১১৭টি এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৭৭ কোটি ৯৭ লাখ টাকা। টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির ৫৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ১২১ টাকা ২০ পয়সা। লেনদেনে দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এ ছাড়া লেনদেনের শীর্ষে ছিল  ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ডেল্টা ব্র্যাক হাউজিং, ফু-ওয়াং ফুড, গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০০ পয়েন্ট। বাজারে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৭টির দাম বেড়েছে। কমেছে ৮৩টির এবং ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর