শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
নবম অধিবেশন শেষ

সংসদে পাঁচ দিনে ৬ আইন পাস

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলমান একাদশ সংসদের নবম অধিবেশন গতকাল শেষ হয়েছে। এই অধিবেশনের পাঁচ কার্যদিবসে ছয়টি বিল পাস হয়েছে।  অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা রোস্টার ধরে সীমিত আকারে, মাস্ক ও গ্লাভস পরে অধিবেশনে যোগ দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে অধিবেশন কক্ষে আসন গ্রহণ করেন। একইভাবে সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও মাস্ক, গ্লাভস ও মাথা ঢেকে নিজ নিজ দায়িত্ব পালন করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী বক্তব্যের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল নবম অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশ পাঠ করে শোনান।

এর আগে তিনি জানান, ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের এই অধিবেশনের পাঁচ কার্যদিবসে ছয়টি বিল পাস হয়েছে এবং নতুন তিনটি বিল উত্থাপিত হয়েছে। তিনি আরও জানান, ৭১ বিধিতে পাওয়া ৩৮টি নোটিসের মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ছিল ২৭টি। তার মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মন্ত্রীদের জন্য ৬৬১টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে ১৮২টি প্রশ্নের উত্তর দিয়েছেন মন্ত্রীরা। করোনাকালে এটি ছিল জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এবারও সংসদে গিয়ে অধিবেশন কভার করতে পারেননি গণমাধ্যমকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর