শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

তাফসির আউয়ালকে দুদকে ফের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে মাল্টিমোড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাফসির আউয়ালকে আবারও জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৩১ আগস্ট তাকে দুদকে  ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কমিশন।

জিজ্ঞাসাবাদ শেষে তাফসির সাংবাদিকদের বলেন, দুদক যা যা জানতে  চেয়েছে, আমি বলেছি। আমি আসলে রাজনীতি করি না। রাজনীতির সঙ্গেও  নেই। তারপরও কেন বারবার তলব করছে, আমি জানি না।

দুদক সূত্রে জানা গেছে, মাল্টিমোড লিমিটেডের স্বত্বাধিকারী তাফসির মো. আউয়ালের বিরুদ্ধে নিউইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে কোটি  কোটি টাকা লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। তাফসিরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এর আগে বাংলাদেশ ব্যাংকের বিআইএফআইইউ থেকে বেশ কিছু  রেকর্ডপত্র চেয়ে চিঠি দিয়েছিলেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর