শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মাদক মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা আরমানের জামিন

নিজস্ব প্রতিবেদক

যুবলীগ ঢাকা মহানগরী দক্ষিণের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকে মাদকের মামলায় জামিন দিয়েছে হাই কোর্ট। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আলাল উদ্দিন। পরে আইনজীবী আলাল জানান, আদালত আরমানকে জামিন দিয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। গত ২৩ আগস্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেছিল হাই কোর্ট। একই সঙ্গে রুল শুনানির দিন ১০ সেপ্টেম্বর ধার্য করে তদন্ত কর্মকর্তাকে ওইদিন হাজির থাকতে বলা হয়। সে অনুসারে গতকাল তদন্ত কর্মকর্তাও হাজির ছিলেন। পরে আদালত রুল যথাযথ ঘোষণা করে জামিন দেয়।

গত বছরের ৫ অক্টোবর দিনগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে র‌্যাব অভিযান চালিয়ে সম্রাট ও আরমানকে আটক করে। পরদিন তাদের রাজধানীতে আনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে। এরপর রমনা মডেল থানায় র‌্যাব-১ মামলা দায়ের করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর