শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

লাইসেন্স ছাড়াই চলছে অনলাইন ব্যবসা

- বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক

বিএসটিআইর লাইসেন্স ছাড়া অনলাইনে ব্যবসা করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে প্রতারণার মাধ্যমে খাদ্য ও কসমেটিকস পণ্য বিক্রি করায় মিরপুরের নিউ শপ বিডিডটকম এবং কনজ্যুমার সুপারশপকে গতকাল দেড় লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। বিএসটিআইর গুণগতমান যাচাই ও মানচিহ্ন ব্যতীত বিভিন্ন ভোক্তার সঙ্গে প্রতারণার মাধ্যমে পণ্য বিক্রি করায় তাদের এ জরিমানা করা হয়। বিএসটিআইর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কসমেটিকস পণ্য বিক্রেতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ অভিযানে ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন ও রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর