শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সিলেটে দ্বার খুলল পর্যটন ও বিনোদনের

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে ফের দ্বার উন্মোচিত হলো পর্যটন ও বিনোদন কেন্দ্রের। করোনার কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ২৫ শর্ত জুড়ে দিয়ে বুধবার থেকে খুলে দেওয়া হয়েছে জেলার সবকটি বিনোদন কেন্দ্র। এর আগে ১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটনের জন্য সারা দেশে সুখ্যাতি রয়েছে সিলেটের। জল-পাহাড়ের মিতালি, সুবিস্তৃত ঝরনাধারা, সাগরসম হাওর আর নয়নাভিরাম চা বাগান দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। কিন্তু করোনা পরিস্থিতিতে ১৯ মার্চ থেকে সিলেটের সব পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ফলে পর্যটকশূন্য হয়ে পড়ে সিলেট। ১৪ জুলাই থেকে জেলা প্রশাসন হোটেল-মোটেল খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারি করলেও পর্যটক না থাকায় অনেকেই বন্ধ রাখেন তাদের ব্যবসাপ্রতিষ্ঠান। আগস্টের শুরু থেকে হোটেল-মোটেল খুললেও পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় দেখা মিলছিল না গেস্টদের। এতে হোটেল-মোটেল খুলে উল্টো লোকসানের পরিমাণ বাড়তে থাকে সংশ্লিষ্টদের। ১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয় জেলা প্রশাসন। এরপর থেকে আসা শুরু করেন পর্যটকরা। তবে পর্যটকদের পরিমাণ ছিল খুবই কম। বুধবার থেকে জেলা প্রশাসন ২৫ শর্তে বিনোদন কেন্দ্রগুলোও খুলে দিয়েছে। এতে নতুন করে স্বপ্ন দেখছেন পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িতরা। নগরীর জিন্দাবাজারে হোটেল গোল্ডেন সিটির মহাব্যবস্থাপক মিষ্টু দত্ত জানান, ৬ মাসে এ খাতের সঙ্গে       সংশ্লিষ্টদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। এরপরও পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আশা করা যাচ্ছে পর্যটকদের আগমন ঘটবে। এতে কিছুটা হলেও হোটেল-মোটেলসহ পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লোকসানের পরিমাণ কমবে। ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব সিলেট (টিডাস)-এর সাধারণ সম্পাদক জহিরুল হক চৌধুরী শিরু বলেন, পর্যটনের ওপর সিলেটের হোটেল, রেস্টুরেন্ট ও পরিবহনসহ সব ধরনের ব্যবসা জড়িত। করোনা পরিস্থিতিতে ৬ মাস ধরে এ খাতের সঙ্গে জড়িত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো লোকসান গুনে আসছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সারা দেশ থেকে পর্যটকরা ফের সিলেটমুখী হচ্ছেন। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও নতুন করে স্বপ্ন দেখছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর